বিশাখাপত্তনম বিমানবন্দর। এখানেই হায়দরাবাদের বিমান ধরার জন্য কয়েকজনের সঙ্গে অপেক্ষা করছিলেন ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি।
বছর ৪৫-এর জগন্মোহন যখন সকলের সঙ্গে বসে কথা বলছেন তখনই ভিআইপি লাউঞ্জে চা নিয়ে হাজির হয় এক ক্যান্টিন কর্মী।
ওই যুবক জগন্মোহনের কাছে এসে তাঁর সঙ্গে সেলফি তুলতে চায়। রাজনৈতিক নেতা। সারা রাজ্য জুড়ে অনেক যুবকই তাঁর অনুরাগী। তাই সেলফি তুলতে রাজি হয়ে যান জগন্মোহন।
অভিযোগ ঠিক সেই সময়ে সেলফি তুলতে কাছে এসে ছোট ছুরি দিয়ে জগন্মোহনের বাঁ কাঁধে আঘাত করে শ্রীনিবাস নামে ওই যুবক।
রক্তে জগন্মোহনের পরনের সাদা জামার ওই অংশ লাল হয়ে ওঠে। দ্রুত সিআইএসএফ কর্মীরা ওই যুবককে পাকড়াও করেন। তাকে গ্রেফতার করা হয়। ওই যুবকের দাবি সে জগন্মোহন রেড্ডিকে অন্ধ্রপ্রদেশের মসনদে দেখতে চায়না। তাই সে একাজ করেছে।
এদিকে এই ঘটনায় একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বিমানবন্দরের মধ্যে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা