সামনেই দীপাবলি। আর দীপাবলি মানেই আতসবাজির রোশনাই। ফলে এখন আতসবাজির কারখানাগুলিতে ব্যস্ততা তুঙ্গে। তেমন একটি বাজি কারখানায় শুক্রবার বিকেলে ভয়ংকর বিস্ফোরণের ঘটনা ঘটল। উত্তরপ্রদেশের বুদাউন জেলার রসুলপুর গ্রামে একটি বাজি কারখানায় প্রচুর আতসবাজি মজুত করা ছিল। সেই আতসবাজিতে আগুন গেলে প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটল কারখানায়। উড়ে গেল কারখানার চাল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের অনেক বাড়িতে ফাটল ধরে যায়।
বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। ১ ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। আরও ৩ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঠিক কী কারণে বাজি কারখানায় বিস্ফোরণ হল তা এখনও অজানা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)