বেশ কিছুদিন ধরে গ্রাম থেকে অভিযোগ আসছিল। একটি কুমির নাকি হানা দিচ্ছে গ্রামে। আগ্রার কাছে পিনাহাট এলাকার গার কা পুরা গ্রামের বাসিন্দারা সেকথা বন দফতরকে জানান। বন দফতরও তক্কে তক্কে ছিল। অবশেষে গত বৃহস্পতিবার রাতে ওই কুমিরটিকে ফের দেখা যাওয়ার পর তাকে গ্রামেরই একটি পুকুরে আটকে ফেলেন বনকর্মীরা। পুকুরেই পাতা খাঁচায় আটকা পড়ে কুমিরটি। এরপর বেশ কয়েক ঘণ্টা ধরে ৪ ফুট লম্বা কুমিরটিকে পর্যবেক্ষণে রাখেন বনকর্মীরা।
শুক্রবার সকালে তাকে খাঁচা শুদ্ধ নিয়ে গিয়ে চম্বল নদীতে ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত চম্বল নদী হল কুমিরদের স্বর্গরাজ্য। এই নদীতে প্রচুর কুমিরের বাস। বিশাল এলাকা জুড়ে জলে কুমিরদের ছড়ানো সংসার।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)