National

১৯ বছর পর ফের নিজের পুরনো দলে ফিরলেন তারিক আনোয়ার

১৯৯৯ সালে সনিয়া গান্ধীকে কংগ্রেস প্রধান করার বিরুদ্ধে সরব হয়েছিলেন তৎকালীন কংগ্রেস নেতা তারিক আনোয়ার। বিদেশিনী ইস্যুতে সরব হয়ে দল ছাড়েন তিনি। যোগ দেন শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে। এনসিপি-তে তিনি প্রথম সারির নেতা হিসাবেই গণ্য হতেন। এনসিপির টিকিটে সাংসদও ছিলেন। সেই এনসিপি ছেড়ে ১৯ বছর পর ফের কংগ্রেসে ফিরে এলেন তিনি।

সম্প্রতি শরদ পাওয়ারের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হচ্ছিল। অবশেষে রাফাল চুক্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শরদ পাওয়ার ক্লিনচিট দেওয়ার পর প্রতিবাদ জানিয়ে দল ছাড়েন তিনি। গত ২৮ সেপ্টেম্বর দল ছাড়ার পাশাপাশি লোকসভার সদস্যপদও ছেড়ে দেন তারিক আনোয়ার। এরপর শনিবার সকালে তিনি যোগ দিলেন তাঁর ১৯ বছর আগে ছেড়ে আসা দল কংগ্রেসে। তাঁকে এদিন দলে স্বাগত জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তারিক আনোয়ারের মত এক পোড় খাওয়া নেতাকে দলে ফেরত পাওয়া কংগ্রেসের জন্য অবশ্যই খুশির খবর বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button