National

আইনজীবীদের মধ্যে প্রবল হাতাহাতি, রণক্ষেত্র আদালত চত্বর

আইনজীবীদের মধ্যে ব্যাপক মারামারিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ভুবনেশ্বরের ওড়িশা হাইকোর্ট চত্বর। গত ২৮ অগাস্ট কটকে এক আইনজীবী পুলিশের হাতে প্রহৃত হন। সেই ঘটনায় গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হন আইনজীবীরা। ওড়িশা হাইকোর্টের আইনজীবীরা একযোগে কর্মবিরতি শুরু করেন। তাঁদের দাবি ছিল অবিলম্বে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করতে হবে।

আইনজীবীদের এই কর্মবিরতি ২ মাস অতিবাহিত করার পর গত সোমবার ওড়িশা হাইকোর্টের আইনজীবীদের একাংশ সাধারণ মানুষের স্বার্থে কাজে ফিরতে চান। এঁরা সকলেই বিজেডি প্রভাবিত আইনজীবী সংগঠনের সদস্য বলে খবর। এদিকে এঁরা কাজে ফিরতে চাওয়ায় বাধা দেন বাকি আন্দোলনরত আইনজীবীরা। দু’পক্ষে প্রথমে বচসা শুরু হয়। তারপর তা হাতাহাতিতে গড়ায়। রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা আদালত চত্বর।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button