অসমের তিনসুকিয়ায় ৫ বাঙালিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে লোহিত নদীর ধারে গুলি করে হত্যা করল ৬ আততায়ী। এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অসম জুড়ে চাপা উত্তেজনা কাজ করছে। সকালে বাঙালি সংগঠনগুলির ডাকে অসমের তিনসুকিয়ায় ১২ ঘণ্টার বন্ধে ডাক দেওয়া হয়। বন্ধের জেরে সকাল থেকেই সেখানে গাড়ি চলেনি। সব দোকানপাট বন্ধ। রাস্তায় নেমে বন্ধের সপক্ষে ও এই গণহত্যার বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তিনসুকিয়া বলেই নয়, গোটা অসম জুড়েই এদিন প্রতিবাদে সোচ্চার বিভিন্ন বিরোধী দল। যাতে কংগ্রেসও সামিল হয়েছে। চেন্নাইতে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। তিনিও শুক্রবার তড়িঘড়ি রাজ্যে ফেরেন। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে তিনসুকিয়ার খেরবাড়ি এলাকা থেকে ৫ জনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ৬ জন। স্থানীয়দের দাবি, তাদের পরনে সেনাদের পোশাক ছিল। এই ৫ জনই বাঙালি। ৫ জনকে ডেকে নিয়ে যাওয়া হয় লোহিত নদীর ধারে। সেখানেই তাদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় মৃতদের পরিবারের চোখের জল বাধ মানছে না। এদিকে এই ঘটনায় আঙুল উঠেছে উলফার দিকে। যদিও উলফার তরফে পাল্টা দাবি করা হয়েছে এই ঘটনায় তাদের কোনও যোগ নেই। যদিও পুলিশের ধারণা এই ঘটনার পিছনে উলফারই একটি শাখার হাত রয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)