কলকাতায় এখন হেমন্তের পরশ। দুপুরটা রোদের কড়া ভাব ত্বকে প্রভাব ফেললেও ভোর বা রাতের দিকে ঠান্ডা বাড়ছে। দেশ জুড়েই এখন হেমন্ত। তারমধ্যেই হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় শুরু হয়েছে তুষারপাত। শ্বেতশুভ্র বরফে মুখ ঢাকছে পাহাড়ি বসতি। একইভাবে তুষারপাত শুরু হয়েছে জম্মু কাশ্মীরের পাহাড়ি এলাকাগুলোয়। পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ, কার্গিল, দ্রাস সহ বিভিন্ন এলাকা সেজে উঠেছে বরফের সাজে। গুলমার্গ, কার্গিলে তাপমাত্রার পারদ হিমাঙ্কের নিচে চলে গেছে। অন্য জায়গায় তাপমাত্রাও শূন্য ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। ফলে কার্যত ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ।
শুক্রবার রাত থেকেই এখানে ফের তুষারপাত হয়েছে। ফলে নতুন করে সাদা বরফে ঢেকে গেছে পাহাড়, গাছপালা, গ্রাম। প্রকৃতি যেন নতুন সাজে সেজে উঠেছে। অপেক্ষাকৃত নিচু এলাকায় আবার তুষারপাত না হলেও শুক্রবার ভাল বৃষ্টি হয়েছে। যা তাপমাত্রাকে অনেকটাই ফেলে দিয়েছে। এই তুষারপাত এবং বৃষ্টি আগামী ২৪ ঘণ্টা বজায় থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জোজিলা পাসে তুষারপাতের জেরে শুক্রবার সকাল থেকেই বন্ধ হয়ে গেছে শ্রীনগর-লে হাইওয়ে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)