মার্কিন মুলুকের অন্যতম ব্যস্ত বিমানবন্দর মায়ামি। সমুদ্র শহর মায়ামির দুরন্ত সমুদ্র সৈকতের টানে সারা বছরই সেখানে দেশ বিদেশের পর্যটকদের ভিড় লেগে থাকে। অন্যতম গুরুত্বপূর্ণ শহরও এটি। সেই মায়ামির বিমানবন্দরে আসা ফোনকে কেন্দ্র করে হৈচৈ পড়ে যায়। এক যুবক ফোনে জানায় সে গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে বিমানবন্দরে হামলা চালাতে চলেছে। নির্বিচারে সে গুলি চালিয়ে মানুষ হত্যা করবে। গ্রেনেড বিস্ফোরণ করে বিমানবন্দর উড়িয়ে দেবে।
এই ফোন আসার পরই সেখানকার অ্যান্টি টেররিস্ট স্কোয়াড নেমে পড়ে। ভিওআইপি কলটি কোথা থেকে আসছে তারা খোঁজ পায়। এরপরই উত্তরপ্রদেশের পুলিশ এক যুবককে গ্রেফতার করে। তার মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করে। ওই যুবক পুলিশের কাছে স্বীকার করেছে যে সে এই কাণ্ড ঘটিয়েছে। তার বিটকয়েনে খোয়া যাওয়া ৭০ হাজার টাকা ফেরত পেতে এফবিআইয়ের দৃষ্টিগোচর হতে চাইছিল সে। তাই এই পদক্ষেপ। আপাতত শ্রীঘরে জায়গা হয়েছে তার। পুলিশ তদন্ত করে দেখছে এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)