তুষারপাত ক্রমশ ছড়িয়ে পড়ছে হিমালয়ের একটা বড় অংশে। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরে প্রবল তুষারপাত শুরু হয়েছে আগেই। গত শুক্রবার রাত থেকে আচমকাই প্রবল তুষারপাতের কবলে পরে কেদারনাথ, বদ্রিনাথ, হেমকুণ্ড, রুদ্রনাথ সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। চারদিক সাদা বরফের চাদরে ঢেকে যায়। তুষারপাত হয় শনিবারও। ঝুরঝুর করে বরফ পড়েই চলেছে। ফলে ক্রমশ অবস্থা খারাপ হচ্ছে। চারদিকে বরফের স্তর পুরু হয়েই চলেছে। কেদারনাথ সহ বিভিন্ন এলাকার পারদ নেমেছে মাইনাস ৬ ডিগ্রিতে। এই অবস্থা চলতে থাকলে পারদ আরও নামবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এদিকে দীপাবলি উপলক্ষে আগামী ৭ নভেম্বর কেদারনাথ মন্দিরে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সফরে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। কারণ যেভাবে তুষারপাত শুরু হয়েছে, তাতে প্রধানমন্ত্রী আদৌ সে সময়ে কেদারনাথে আসার মত পরিস্থিতি পাবেন কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে স্থানীয় প্রশাসনের।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)