দুবাইতে গিয়ে হিরে চুরি করে সংযুক্ত আরব আমিরশাহী ছেড়ে বেরিয়েও এসেছিল তারা। পৌঁছে গিয়েছিল মুম্বই। সেখান থেকেই হংকংয়ের বিমান ধরে উড়ে যাওয়ার কথা। কিন্তু এমন ফুলপ্রুফ প্ল্যানও গেল ভেস্তে। পুলিশের জালে ধরা পড়ল চিনের দম্পতি। তাদের গ্রেফতারের পর ফের দুবাইতে নিয়ে যায় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে নিজেদের অপরাধ কবুল করেছে এই চিনা দম্পতি।
বয়স ৪০-এর কোটায়। চিনের এই দম্পতি এসেছিল দুবাইয়ে। এখানে দেইরা অঞ্চলে একটি গয়নার দোকানে ঢোকে তারা। যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে তাতে দেখা গেছে স্বামী দোকানের কর্মীদের সঙ্গে গয়নার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে শুরু করে। উদ্দেশ্য ছিল তাঁদের বিভ্রান্ত করা। সেই সুযোগে স্ত্রী হাজির হয় হিরে রাখা কাচের বাক্সের কাছে। তারপর কাচ সরিয়ে সে তুলে নেয় একটি সাদা হিরে। ৩.২৭ ক্যারেটের সেই হিরের দাম ৩ লক্ষ দিরহাম বা ভারতীয় মুদ্রায় ৫৯ লক্ষ টাকার একটু বেশি। সেই দামি হিরে ওই মহিলা তার জ্যাকেটে পুরে ফেলে। তারপর দোকান থেকে বেরিয়ে ওই দম্পতি একটি বিশ্রামাগারে যায়। সেখানে পোশাক বদলে সোজা চলে যায় বিমানবন্দরে। সেখান থেকে উড়ে যায় মুম্বই।
এই পর্যন্ত তাদের পরিকল্পনা মাফিক এগোলেও ততক্ষণে হিরে চুরির খবর জেনে সজাগ হয়েছে পুলিশ। সেইমত মুম্বই বিমানবন্দরে নামতেই তাদের আটক করা হয়। দেহ স্ক্যান করে দেখা যায় ওই মহিলার অন্ত্রের মধ্যে আটকে রয়েছে হিরেটি। হিরে গিলে ফেলেও শেষ রক্ষা হয়নি। হিরে চুরির অভিযোগে আপাতত বন্দি ওই চিনা দম্পতি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)