রাজস্থানে বিধানসভা ভোটের মুখেই বড় ধাক্কা খেল বিজেপি। দাউসা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী সাংসদ হরিশ মিনা যোগ দিলেন কংগ্রেসে। একসময়ে রাজস্থানের ডিজি পদে কাজ করে আসা মিনা বিজেপি ছাড়ার পর জানিয়েছেন মানুষের মধ্যে মোদী সরকারের প্রতি অসন্তোষ বাড়ছে। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতাই এর কারণ। কংগ্রেসে ফেরাকে তিনি ঘরে ফেরা হিসাবে ব্যাখ্যা করেছেন।
প্রসঙ্গত ২০১৪ সালে হরিশ মিনার লড়াই ছিল তাঁরই ভাই কংগ্রেস প্রার্থী নম নারায়ণ মিনার বিরুদ্ধে। এবার ভাইয়ের দলেই নাম লেখালেন তিনি। এর আগেও রাজস্থানের এক বিজেপি বিধায়ক মানবেন্দ্র সিং কংগ্রেসে যোগ দিয়ে বিজেপিকে ধাক্কা দিয়েছিলেন। এদিন বিধানসভা ভোটের ঠিক মুখেই মিনার কংগ্রেসে যোগদান পদ্মে কাঁটার মত বিঁধল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)