রাজ্যের ৬ লক্ষ মহিলা স্বনিযুক্তি প্রকল্পকে স্মার্টফোন দেবে সরকার। এদিন একটি সম্মেলনে যোগ দিয়ে এমনই জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মহিলাদের জন্য প্রকল্প মিশন শক্তির আওতায় এই স্মার্টফোন প্রদান করবে সরকার। মুখ্যমন্ত্রী জানান, তিনি তাঁর রাজ্যের সব মহিলাকে অর্থনৈতিক জ্ঞান সম্পন্ন দেখতে চান। তিনি জানেন আগামী দিনটা ডিজিটালের জামানা। তাই আর্থিক উন্নয়নের জন্য ডিজিটাল শক্তিকে কাজে লাগাতে হবে।
ওড়িশার মুখ্যমন্ত্রী এদিন জানান, ২০০১ সালে মহিলাদের জন্য শুরু মিশন শক্তির আওতায় ২০১৭ সাল পর্যন্ত ৭০ লক্ষ মহিলা ৬ লক্ষ স্বনিযুক্তি প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের ৫ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে সেভিংস রয়েছে।