আগ্রা ফোর্টের কাছ থেকে ২ দিন আগে এক আহত চিতাকে উদ্ধার করে বনদফতর। দ্রুতগতির গাড়ির ধাক্কায় তখনই তার দেহের নিচের অংশ প্যারালাইজড হয়ে গিয়েছিল। বনদফতরের তরফে জানানো হয়েছে, ধাক্কা লাগার পর চিতাটি রাস্তার ধারেই ছিটকে পড়ে। আহত চিতাটি এরপর উঠে জঙ্গলের মধ্যে ঢোকার চেষ্টা করলেও পেরে ওঠেনি। পরে তাকে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে উদ্ধার করা হয়।
চিতাটিকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসার পর তাকে সবরকমভাবে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু কোনও ওষুধই কাজ করছিলনা। এক্স-রেতে দেখা গেছে চিতাটির মেরুদণ্ডে গভীর ক্ষত রয়েছে। প্রসঙ্গত আগ্রা ফোর্টের আশপাশের জঙ্গল ক্রমশ ছোট হচ্ছে। সেখানে গজিয়ে উঠছে নতুন নতুন লোকালয়। এদিকে জঙ্গল ছোট হতে থাকায় বন্যপ্রাণিদের খাদ্যাভাব হচ্ছে। ফলে তারা শহরে ঢুকে আসছে খাবারের সন্ধানে। যার পরিণতি হচ্ছে তাদের জন্য ভয়ানক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা