গত সোমবার মায়ের কোলে শুয়েছিল একটি সদ্যোজাত। তাকে মায়ের কোল থেকে তুলে নিয়ে যায় একটি বাঁদর। তারপর তার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। কচি শরীরটাকে এরপর আঁচড়ে আঁচড়ে রক্তাক্ত করে সেখান থেকে চম্পট দেয়। এই সদ্যোজাত খুনের ঘটনার ভয়ংকর স্মৃতি এখনও তাজা আগ্রা শহরে। আগ্রার কাচারা এলাকায় ঘটা সেই ঘটনার পর ফের বাঁদরের হাতে খুন হলেন এক প্রৌঢ়া।
গত বুধবার রাতে ওই প্রৌঢ়া ঘর থেকে বার হন। আগ্রা শহরের গা ঘেঁষে কাগারাউল গ্রামের বাসিন্দা ভুরণ দেবী বাড়ি থেকে বার হতেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে একদল বাঁদর। শুরু হয় আঁচড় কামড়। খুব কম সময়ের মধ্যেই বাঁদরের দলটা ভুরণ দেবীকে রক্তাক্ত করে সেখান থেকে চম্পট দেয়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা। সেখানে চিকিৎসকেরা পরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই নিয়ে আগ্রায় বাঁদরের আতঙ্ক ক্রমশ পেয়ে বসছে সকলকে। আগ্রা শহরে শেষ ১০ বছরে বাঁদরের সংখ্যা ৫০ হাজার পার করেছে। সর্বত্র তাণ্ডব করে বেড়াচ্ছে তারা। হত্যা করা ছাড়াও প্রায় প্রতি দিনই নানাভাবে বাঁদরের হাতে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)