ছট পুজোর দিনই ২টি পৃথক দুর্ঘটনায় বিহারে মৃত্যু হল ১০ জনের। এদের মধ্যে ৫ জন মহিলা ও ৫ জন শিশু। প্রথম দুর্ঘটনাটি ঘটে বিহারের সমস্তিপুরের দ্বারভাঙার রামভদ্রপুর স্টেশনের কাছে। এখানে ছট পুজো সেরে রেল লাইন পার হচ্ছিলেন কয়েকজন মহিলা। আচমকাই তাঁদের ওপর এসে পড়ে স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ মহিলার। ঘটনার পর মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বেশ কিছুক্ষণ রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
ভোরে ঘন কুয়াশার কারণেই মহিলারা ট্রেন দেখতে পাননি বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। এদিকে মুজফ্ফরপুরে ছট পুজো চলাকালীন জলে ডুবে যায় ৫ শিশু। তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।