রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি না নিয়ে অন্ধ্রপ্রদেশে ঢুকে কোনও হানা বা কোনও তদন্ত করতে পারবেননা সিবিআই আধিকারিকরা। অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রসচিব এই নির্দেশ জারি করেছেন। ফলে এখন থেকে অন্ধ্রপ্রদেশে কোনও তদন্ত করতে গেলে আগে সরকারের কাছে অনুমতি প্রার্থনা করতে হবে সিবিআইকে।
এমনিতেই সিবিআই প্রধান ও তাঁর ডেপুটির মধ্যে লড়াই হাটের মাঝে এসে পড়ায় দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা এখন লোকনজরে তার গুরুত্ব কিছুটা হলেও হারিয়েছে। এই অবস্থায় অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম সরকারের এমন ফতোয়া কিন্তু ফের কেন্দ্র ও চন্দ্রবাবু নাইডুর মধ্যে বিরোধকে প্রকাশ্যে নিয়ে এল। কয়েকদিন ধরেই অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অভিযোগ করছিলেন কেন্দ্রীয় সংস্থা দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে কেন্দ্র। তারপরই এদিনের এই নির্দেশিকা কিন্তু কেন্দ্রের জন্য চিন্তার কারণ হল। কারণ পশ্চিমবঙ্গের মত রাজ্যের সরকারও কিন্তু একইভাবে কেন্দ্রীয় সরকারের সিবিআই দিয়ে ভয় দেখানোর অভিযোগ করে আসছে। সেই অবস্থায় চন্দ্রবাবু নাইডুর দেখানো এই পথে এবার হাঁটতে শুরু করতে পারে অন্য রাজ্যগুলিও।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)