সোমবার সকালে আচমকাই আগুন লেগে যায় বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের মধ্যে বিভিন্ন উড়ান সংস্থার কাউন্টার থাকে। এয়ার ইন্ডিয়ার টিকিট কাউন্টারে আগুন দেখতে পান সেখানে উপস্থিত বিমানবন্দরের কর্মী থেকে যাত্রীরা। আগুনের শিখা দেখে মুহুর্তে আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে দ্রুত দমকলকর্মীরা হাজির হয়ে আগুন আয়ত্তে আনেন। দমকলের তৎপরতায় আগুন বিশেষ ছড়ানোর সুযোগ পায়নি। এদিকে এখানে সোমবার এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান নামার কথা ছিল বেলা ১১টা ৩৫ মিনিটে। ফলে সকালে কাউন্টারে কোনও কর্মী ছিলেননা। তাই আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কিছু কম্পিউটার, আসবাব, কাগজপত্র পুড়ে গেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)