বর্ষায় বৃষ্টি তেমন হয়নি। ফলে ক্রমশ শুকচ্ছিল মাটি। অবশেষে ঝাড়খণ্ডের ১৮টি জেলার ১২৯টি ব্লককে খরা কবলিত বলে ঘোষণা করল সে রাজ্যের সরকার। অবিলম্বে ৪৯ কোটি টাকার সাহায্যও ঘোষণা করেছে রঘুবর দাস সরকার। এই টাকা পানীয় জল, পশু খাদ্য ও কৃষকদের সাহায্যার্থে ব্যবহার করা হবে।
বর্ষায় ঝাড়খণ্ড এবার ৭২ শতাংশ বৃষ্টি পেয়েছে। যা অনেকটাই কম। তার ওপর আবার পাকুড় ও কোডারমার মত জেলা পেয়েছে ৫০ শতাংশেরও কম বৃষ্টি। ফলে সেখানে অবস্থা শোচনীয় আকার নিয়েছে। ফলে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। উল্লেখযোগ্যভাবে কম বৃষ্টিপাতের জেরে ঝাড়খণ্ডে এবার ধান চাষ সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)