ব্রিজে কাজ হচ্ছে। তাই একটা দিক বন্ধ। অন্যদিক দিয়ে গাড়ি চলছিল একমুখেই। ফলে তৈরি হয়েছিল যানজট। সেই যানজটের মধ্যে গাড়ি একদিক থেকে ছাড়তেই একটি গাড়ি অস্বাভাবিক গতিতে পাশ কাটানোর চেষ্টা শুরু করে। অতিরিক্ত গতির কারণে আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। তারপর গাড়িটি ব্রিজের ওপরই একটি গাড়িকে ধাক্কা মেরে এগিয়ে যায়। ব্রিজের একধারে শুয়ে ছিলেন বিহার থেকে শ্রমিকের কাজ করতে আসা ২ ব্যক্তি। তাঁদের পিষে দিয়ে গাড়িটি একসময়ে অস্বাভাবিক গতিতে ব্রিজের রেলিং ভেঙে নিচে আছড়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে জিন্দল ব্রিজে। ব্রিজের ওপর থেকে নিচে পড়া গাড়িতে ছিলেন ৩ আরোহী। তাঁদের সকলেরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়। এদিকে এই নিয়ন্ত্রণ হারানো গাড়ির ধাক্কায় ৯ জন আহত হয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা