National

২২১ মিটারের অতিকায় রামের মূর্তি বসছে সরযূ তীরে

রাম মন্দির নিয়ে অযোধ্যা জুড়ে এখন চাপা উত্তেজনা। আরএসএস, শিবসেনার বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে পুলিশি নিরাপত্তার নিশ্ছিদ্র ঘেরাটোপ। তারমধ্যেই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার সরযূ নদীর তীরে ভগবান রামের অতিকায় মূর্তি বসানো নিয়ে সবুজ সংকেত দিয়ে দিল। অযোধ্যার মত মন্দিরের শহরে রামের ২২১ মিটার লম্বা মূর্তি বসানো নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেই জল্পনায় সবুজ সংকেত পড়ল।

রামের এই মূর্তি বসানোর কথা জানা গেলেও এখনও উত্তরপ্রদেশ সরকার এই মূর্তি তৈরির খরচ বা তা সরযূর তীরে ঠিক কোথায় বসানো হবে মূর্তি সে সম্বন্ধে কোনও তথ্য সামনে আনেনি। তবে মূর্তিটি তৈরি হবে ব্রোঞ্জ দিয়ে।


‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button