গত অগাস্টেই সিপিএমের এক মহিলা সদস্য রাজ্য নেতৃত্বের কাছে বিস্তারিত জানিয়ে বিচার চান। কিন্তু তাঁর অভিযোগ তখন রাজ্য নেতৃত্ব বিষয়টায় গুরুত্বই দেয়নি। ফলে বাধ্য হয়ে চলতি মাসে তিনি দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে চিঠি লেখেন। জানান তাঁর সঙ্গে অভব্য আচরণ করার পরও রাজ্য নেতৃত্ব দলের বিধায়ক পিকে শশীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না।
এই চিঠিতে কাজ হয়। এরপরই রাজ্য নেতৃত্ব বিষয়টি নিয়ে নাড়াচাড়া শুরু করে। অবশেষে কেরালারা আইনমন্ত্রী বালান ও বাম সাংসদ পিকে শ্রীমাথি-কে নিয়ে একটি তদন্ত কমিটি গড়া হয়। সেখানে দোষ প্রমাণ হয় সোরনুর কেন্দ্রের বিধায়ক পিকে শশীর। তাঁর শাস্তিও ঘোষণা করে দল। দলের এক মহিলা সদস্যের সঙ্গে অভব্য আচরণের জন্য তাঁকে ৬ মাসের জন্য দল থেকে সাসপেন্ড করেছে কেরালা সিপিএম।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)