কাজ চলছিল পুরোদমে। নদীর ওপর সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ করতে বহু শ্রমিককেও কাজে লাগানো হয়েছিল। উপরে কাজ করার সময় সুরক্ষার কথা মাথায় রেখে তাঁদের মোটা দড়ি দিয়ে বেঁধেও দেওয়া হয়েছিল। কাজ চলাকালীন আচমকাই সেতুর একটি গার্ডার ভেঙে পড়ে। সেখানে কাজ করা অনেক শ্রমিককে নিয়েই নিচে আছড়ে পড়ে সেতুর বেশ কিছুটা অংশ। বিশাল ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান শ্রমিকরা।
ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। কয়েকজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও ২ শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার পাওনধই নদীর ওপর। এই সেতুটির নির্মাণকাজ চালাচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। যে কনট্রাক্টরকে কাজের বরাত দেওয়া হয়েছিল, সেই কনট্রাক্টরকে গ্রেফতার করা হয়েছে। যদি ওই শ্রমিকরা তালিকাবদ্ধ শ্রমিক হন তবে তাঁরা ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা করে পাবেন বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)