যাত্রী নিয়ে বাস ছুটছিল স্বাভাবিক নিয়ম মেনেই। কিন্তু উল্টোদিক থেকে আসা ট্রাকের টায়ার যে বাসের কাছাকাছি পৌঁছেই ফাটবে তা কী জানা ছিল! ট্রাকটি বাসের কাছাকাছি পৌঁছনোর পরই তার একটি টায়ার ফেটে যায়। তখনই নিয়ন্ত্রণ হারান ট্রাক চালক। টালমাটাল খাওয়া ট্রাক গতিতে এসে ধাক্কা মারে উল্টোদিক থেকে গতিতেই আসা যাত্রী বোঝাই বাসে। ধাক্কার জেরে বাসের প্রায় অর্ধেকটাই দুমড়ে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। ২ জনই নেপালের বাসিন্দা। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা। ২৪ জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুর জেলায় জাতীয় সড়কের ওপর। একটি যাত্রী বোঝাই বাস নেপাল থেকে দিল্লি যাচ্ছিল। বাসের সব যাত্রীই ছিলেন নেপালের বাসিন্দা। ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)