
একটি মোবিল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক ছড়াল এলাকায়। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন কারখানার এক শ্রমিক। তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ছত্তিসগড়ের রায়পুর-নাগপুর সড়কের ওপর রাজ্যের রাজধানী রায়পুর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে শুক্রবার সকালে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সময় কারখানায় ৪ থেকে ৫ জন শ্রমিক ছিলেন। তাঁরা অয়েল ট্রান্সফারের কাজ করছিলেন। এই সময় একটি ট্যাঙ্কে বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও দমকল হাজির হয় কারখানা চত্বরে। দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে প্রবল বেগ পেতে হয়। বেশ কিছুক্ষণ লড়াই দেওয়ার পর আগুন নেভাতে সক্ষম হন দমকলকর্মীরা।
পুলিশ কারখানার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কারখানার অন্যান্য কাগজপত্রও খতিয়ে দেখা হচ্ছে। কারখানার ভেতরের অগ্নিনির্বাপণ বন্দোবস্ত পর্যাপ্ত ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)