
স্ত্রীর সঙ্গে এক যুবকের সম্পর্কে বাধা দিয়েছিলেন স্বামী। বিষয়টি মিটিয়েও নিতে বলেছিলেন ওই যুবককে। কিন্তু এর ফল নিজের জীবনের বিনিময়ে পেলেন ওই ব্যক্তি।
পুলিশ জানিয়েছে গুরুগ্রামের সেক্টর ৮৩-র বিক্রম যাদবকে লোহার রড দিয়ে বেশ কয়েকবার আঘাত করে ৩০ বছর বয়সী রমেশ যাদব। গুরুতর আহত অবস্থায় বিক্রমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। রমেশকে গ্রেফতার করেছে পুলিশ।
বিক্রম যাদবের দাদার অভিযোগ, রমেশের সাথে তাঁর ভাইয়ের স্ত্রী গীতার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিক্রম রমেশকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বললেও সে কথা শোনেনি। উল্টে সে বিক্রমকে শেষ পর্যন্ত খুন করে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রমেশের স্ত্রী একটি স্কুলের শিক্ষিকা। গীতার ২টি সন্তানও রয়েছে। তাও তারা এই সম্পর্কে জড়িয়ে পড়ে। রমেশের কাছ থেকে খুনের জন্য ব্যবহৃত লোহার রডটি উদ্ধার করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)