গোহত্যার অভিযোগকে সামনে রেখে সোমবার ভয়ংকর চেহারা নেয় উত্তরপ্রদেশের বুলন্দশহর এলাকা। বুলন্দশহর-সিনায়া রোডের ওপর এই সংঘর্ষ, অশান্তি থামাতে এলাকায় উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। পুলিশকে দেখে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে হিন্দু যুব বাহিনী ও বজরঙ্গ দলের কর্মীরা। শুরু হয় বৃষ্টির মত পাথর বর্ষণ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এমনকি সে সময়ে রাস্তায় যে কটি গাড়ি হাতের কাছে বিক্ষোভকারীরা পেয়েছে, সেগুলিতেই আগুন ধরিয়ে দেয় তারা।
মারমুখী বিক্ষোভকারীদের ঠেকাতে গিয়ে পুলিশও তাদের মারের শিকার হয়। সুবোধ কুমার সিং নামে এক পুলিশ আধিকারিক ও ৪ কনস্টেবলকে মেরে রক্তাক্ত করে দেয় বিক্ষোভকারীরা। প্রবল রক্তক্ষরণ শুরু হয়। সেই অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে সুবোধ সিংকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি কনস্টেবলদের চিকিৎসা চলছে। সিনায়া পুলিশ স্টেশনের পুলিশ আধিকারিক সুবোধ সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলাশাসক অনুজ ঝা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)