
শ্রীনগরের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসে এদিনও নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কাশ্মীরি ও অ-কাশ্মীরি ছাত্ররা। যদিও তা বেশি দূর গড়ায়নি। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-২০ বিশ্বকাপের ম্যাচ শেষ হওয়ার পর থেকেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অবস্থা সামাল দিতে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। এদিকে ক্যাম্পাসের মধ্যে পুলিশের লাঠিচার্জ ঘিরেও বিতর্ক দানা বেঁধেছে। বাধ্য হয়ে লাঠিচার্জ করা পুলিশদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও। রাজ্য সরকারের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেছে তারা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগরে পৌঁছেছেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দুই সদস্য। এদিকে এদিন সকাল থেকেই এনআইটি-র হস্টেল ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে ক্লাসও। দীর্ঘ টালবাহানার পর সবে বিজেপির সমর্থনে কাশ্মীরের মসনদে বসেছে মেহবুবা মুফতি সরকার। তার ঠিক পরেই এনআইটি কাণ্ড নয়া রাজ্য সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।