গত সোমবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে গো হত্যার অভিযোগকে সামনে রেখে গোরক্ষকদের উদ্দাম তাণ্ডবের জেরে মৃত্যু হয় এক পুলিশ আধিকারিক সহ ২ জনের। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। আগুন ধরিয়ে দেওয়া হয় রাস্তায় দাঁড়ানো একের পর এক গাড়িতে। কার্যত তাণ্ডব চালানো হয় বুলন্দশহর-সিয়ানা রোডের ওপর। সেই তাণ্ডবের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় জনজীবন। যোগীরাজ্যে এমন তাণ্ডবের ঘটনায় নাম জড়ায় বজরঙ্গ দল ও হিন্দু যুব বাহিনীর।
এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া হিংসায় যুক্ত থাকার অভিযোগে ২৮ জনের নামের তালিকা তৈরি করেছে পুলিশ। আরও ৬০ জনের তালিকা তৈরি হয়েছে। তবে তাদের নাম পাওয়া যায়নি। এই ঘটনায় যুক্তদের তন্নতন্ন করে খুঁজছে পুলিশ। প্রসঙ্গত গত সোমবার তাণ্ডব থামাতে গেলে সুবোধ কুমার সিং নামে এক পুলিশ আধিকারিকের মাথায় গুলি লাগে। মৃত্যু হয় তাঁর। আরও পুলিশকর্মী এই তাণ্ডবে আহত হন। এদিকে নিহত পুলিশ আধিকারিক সুবোধ কুমার সিং এর আগে ঘটা দাদরি কাণ্ডের তদন্তকারী আধিকারিক। তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে সোমবার হত্যা করা হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)