বাণিজ্যনগরী হিসাবেই পরিচিত মুম্বই। মুম্বই শহরতলীতে রয়েছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। এমন এক ঝাঁচকচকে শহরের গা ঘেঁষে যে এমন একটা পাহাড় জঙ্গল ঘেরা অরণ্য থাকতে পারে তা না দেখলে বোঝা দায়। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে ঢুকলে মনে হবে না যে কেউ মুম্বইতে আছেন। সেই জাতীয় উদ্যানের আরএ কলোনির একটি পাহাড়ি জঙ্গলে গত সোমবার রাতে আগুন লেগে যায়। দ্রুত ছড়াতে থাকে আগুনের লেলিহান শিখা। গ্রাস করতে থাকে একের পর এক গাছ। খুব কম সময়ের মধ্যেই প্রায় ৪ কিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়ে থেকেও পরিস্কার সেই আগুনের শিখা চোখে পড়ে।
আগুন আয়ত্তে আনতে হাজির হয় দমকল। এদিকে এই আরএ কলোনিতেই রয়েছে অনেক ফিল্ম স্টুডিও। যেখানে রাতদিন কাজ হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে আগুনে কোনও হতাহতের খবর নেই। তবে ওই জঙ্গলে চিতাবাঘ, শূকর, হরিণ, ময়ূর সহ অনেক জীবজন্তু ও পাখির বাস। এই আগুন তাদের কতটা ক্ষতি করেছে তা এখনও পরিস্কার নয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)