শৌচকর্ম করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ঝাড়খণ্ডের জামতারা জেলার নুগরি গ্রামের বাসিন্দা রুস্তম মিঞা। শৌচকর্ম করতে যাওয়ার পথে পড়ে যায় একটি হাতির পাল। ধানবাদের দিক থেকে আসা সেই ২২টি হাতির পাল রুস্তমকে দেখা মাত্র তাড়া করে। পালানোর চেষ্টা করেও হাতির হাত থেকে রেহাই মেলেনি। পা দিয়ে পিষে রুস্তম মিঞাকে হত্যা করে একটি হাতি। পরে তাঁর দেহ উদ্ধার করেন বনকর্মীরা।
ঝাড়খণ্ড সরকার এ ধরণের মৃত্যুতে মৃতের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে থাকে। ঘটনার পর ২৫ হাজার হাতে তুলে দেওয়া হয় পরিবারের। বাকি টাকা দেওয়া হবে যাবতীয় নিয়ম সম্পূর্ণ করার পর। ২০০০ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে হাতি পিষে মেরেছে প্রায় ৮০০ মানুষকে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)