আগামী মাস থেকেই গঙ্গাজলের পাইপ হয়ে শহরে পৌঁছতে শুরু করবে গঙ্গাজল। তার আগে একটি বড় জলের প্লান্ট বন্ধ করতে চলেছে প্রশাসন। সেইসঙ্গে শহর জুড়ে ছড়িয়ে থাকা পাইপলাইন পরিস্কার করা হবে। পরিস্কার করা হবে জলের বিশাল বিশাল ট্যাঙ্কগুলি। যার জেরে শহরে জল সরবরাহে টান পড়বে। শহরে জল সরবরাহের বেশ কিছু মেশিনও পরিবর্তন করা হবে। যার জেরে শহরের একটা বড় অংশই প্রায় জল শূন্য হয়ে পড়বে। একথা জানিয়ে দিয়েছে তাজমহলের শহর আগ্রার স্থানীয় প্রশাসন।
৬০ দিন এই অবস্থা চলবে বলে জানানো হয়েছে। ফলে আগ্রার সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হতে চলেছে। তারওপর তাজমহলকে সামনে রেখে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এ শহরে। শীতকালে অনেকেই বেরাতে এখানে হাজির হন। ফলে তাজমহলের শহরে হোটেলে ভিড় লেগেই থাকে। সেখানে জলাভাব পর্যটকদের জন্য ভাল খবর নয় বলেই মনে করা হচ্ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)