রাজস্থান ও তেলেঙ্গানায় শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। ২ জায়গাতেই সকালের দিকে ধীরে ভোট পড়ছিল। এরমধ্যেই তেলেঙ্গানার গ্রেটার হায়দরাবাদের রাজেন্দ্রনগর আসনের একটি বুথে ভোটদানের সেলফি ক্যামেরাবন্দি করতে যান শিব শঙ্কর নামে এক যুবক। বিষয়টি নজরে পড়ে পোলিং অফিসারের। তিনি তখনই প্রতিবাদ করেন। বুথের মধ্যে মোবাইল ফোন নিয়ে ঢোকাই নিষেধ। সেখানে ফোন নিয়ে শুধু ঢোকাই নয়, সেলফিও নিতে যাওয়া শিব শঙ্করকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভোটদানের গোপনীয়তা আইনের আওতায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।
সাধারণত দেখা যায় প্রথম ভোট দিতে আসা তরুণ-তরুণীর মধ্যে জীবনের প্রথম ভোটদানের ছবি তুলে রাখার একটা প্রবণতা রয়েছে। কিন্তু তা আইনবিরুদ্ধ। নির্বাচন কমিশন এ বিষয়ে বারবার সতর্কও করেছে। তবে ভোট দেওয়ার পর আঙুলে কালি লাগানো ছবি বুথের বাইরে এসে তোলায় কোনও বাধা নেই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)