তেলেঙ্গানায় শুক্রবার হয় ১১৯ বিধানসভা আসনে ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন বুথে ভিড় জমে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন দীর্ঘায়ত হতে থাকে। ভোটারদের মধ্যে ভোটদানে উৎসাহ তেলেঙ্গানায় নজর কাড়ে। গণতন্ত্রের এমন এক উৎসবের দিনেই ৩ ভোটারের মর্মান্তিক মৃত্যু হল তেলেঙ্গানার ৩ জায়গায়। যারমধ্যে ২ জনের মৃত্যু হল ভোটের লাইনে।
ওয়ারাঙ্গল জেলার পিডিপল্লি গ্রামে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন ৫৫ বছরের এক প্রৌঢ়। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আচমকাই তিনি লুটিয়ে পড়েন। সেখানেই মৃত্যু হয় তাঁর। দ্বিতীয় ঘটনাটি ঘটে নালগোণ্ডা জেলার গুনদ্রামপল্লি গ্রামে। এখানেও ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। মৃত্যু হয় তাঁর। অন্য একটি ঘটনায় হায়দরাবাদের খৈরতাবাদ আসনের একটি বুথে ভোট দিতে আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ১ ব্যক্তির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













