সকলেরই বয়স ৫ থেকে ৮ বছরের মধ্যে। ছোট একটা মাঠের মত জায়গায় খেলা করছিল তারা। মাঠের একপাশে একটা পাঁচিল। সেই পাঁচিলের অন্য পাশে একটি জেসিবি মেশিন আচমকাই পাঁচিলে ধাক্কা মারে। ধাক্কায় পাঁচিল ভেঙে পড়ে উল্টো দিকে। অর্থাৎ মাঠের দিকে। যেখানে তখন পাঁচিল ঘেঁষে খেলা করছে ৪ বালক। তাদের ওপরই গিয়ে পড়ে বিশাল পাঁচিলের ধ্বংসাবশেষ।
দ্রুত তাদের ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার রেতি গ্রামে। জেসিবি মেশিনের চালক পলাতক। তার খোঁজ চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)