এতদিন নির্দেশ ছিল ৪০০০ টাকার বেশি পুরানো নোট বদল করা যাবেনা। কিন্তু দেশের বাস্তব অবস্থার কথা বিবেচনা করে সেই লিমিট দিনে ৪৫০০ টাকা করল অর্থমন্ত্রক। ব্যাঙ্ক, এটিএমে নতুন ৫০০ টাকার নোটও এবার পাওয়া যাবে বলে জানিয়েছে তারা। এদিকে এটিএম থেকে টাকা তোলার যে লিমিট প্রথমে জানানো হয়েছিল তাও কিছুটা শিথিল করেছে মন্ত্রক। এটিএম থেকে ২০০০ টাকা পর্যন্ত তোলার লিমিট থাকলেও এবার থেকে তা দিনে ২৫০০ টাকা করেছে তারা।
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর ব্যাঙ্ক থেকে সপ্তাহে টাকা তোলার লিমিট করা হয়েছিল ২০০০০ টাকা। এদিন তা বাড়িয়ে ২৪০০০ টাকা করেছে অর্থমন্ত্রক। এদিকে ব্যাঙ্কে নতুন টাকাকে কেন্দ্র করে বিশাল ভিড় ও জটিলতার কথা মাথায় রেখে সরকারি পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ দিন নভেম্বর থেকে বাড়িয়ে ২০১৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে কেন্দ্র।