ভারতে অনেকগুলি বিখ্যাত সমুদ্রতট রয়েছে। কিন্তু ভারতের কাউকে যদি বলা হয় গোয়া কোথায় আলাদা? তবে বোধহয় অধিকাংশেরই উত্তর হবে গোয়ার সমুদ্র সৈকতে বিকিনি পরিহিতা বিদেশিনীদের জন্য। এবার সেই বিকিনি পরে গোয়ায় মন্দির বা চার্চে ঢুকে পড়া আটকে দিলেন গোয়ার পুরমন্ত্রী সুধীর ধাবালিকর। পর্তুগাল থেকে ফিরে মন্ত্রী সোমবার জানিয়ে দিয়েছেন, মন্দির বা চার্চে বিকিনি পরে আর ঢুকতে পারবেননা কেউ। এটা ভারতীয় সংস্কৃতির বিরোধী বলে ব্যাখ্যা করেন তিনি। সুধীর ধাবালিকর দাবি করেন, কোনও ভারতীয় পরিবারই এটা মেনে নেবেননা যে কোনও মহিলা বিকিনি পরে মন্দির বা চার্চে প্রবেশ করুন।
পাশাপাশি সোমবার গোয়ার পুরমন্ত্রী আরও জানান, কোনও ‘পাবলিক প্লেস’-এও বিকিনি পরা গোয়ায় নিষিদ্ধ হচ্ছে। কেবল কেউ চাইলে ব্যক্তিগত এলাকায় বিকিনি পরে ঘুরতেই পারেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)