উত্তরপূর্বে কংগ্রেসের রাজ্য হাতছাড়া হওয়ার ধারা অব্যাহত। মিজোরামও এবার হাতছাড়া হল তাদের। ১০ বছর ধরে মিজোরামে দাপটে ক্ষমতা ধরে রেখেছিল কংগ্রেস। কংগ্রেসের মুখ্যমন্ত্রী লাল থানহাওলা এবারের নির্বাচনে ২টি আসন থেকে প্রতিযোগিতা করেছিলেন। ২টিতেই হেরেছেন। চাম্পাই দক্ষিণ ও সারচিপ থেকে হেরেছেন তিনি। তাঁর বিরুদ্ধে এবার ঝড় উড়িয়ে মিজোরামে সরকার গড়তে চলা মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী ছিলেন চাম্পাই দক্ষিণ কেন্দ্রে। ওই কেন্দ্রে লাল থানহাওলা হেরেছেন ১ হাজার ৪৯ ভোটে। অন্যদিকে সারচিপ কেন্দ্রে তিনি ৪১০ ভোটে হারেন নির্দল প্রার্থীর কাছে।
মিজোরাম বিধানসভায় মোট আসন ৪০টি। তারমধ্যে মিজো ন্যাশনাল ফ্রন্ট জিতেছে ২৬টি আসনে। যেখানে গত নির্বাচনে তাদের আসন সংখ্যা ছিল ৫। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৫টি আসন। যেখানে গত নির্বাচনে তাদের ঝুলিতে ছিল ৩৪টি আসন। হিসেব বলছে ২৯টি জেতা আসন এবার ‘হাত’ ছাড়া হয়েছে। গতবারে বিজেপির ১টি আসনও না থাকলেও এবার ১টি আসনে জিতে মিজোরামে খাতা খুলেছে পদ্ম।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)