National

ছত্তিসগড়ে কংগ্রেসের তুফানি জয়

লড়াইটাই দিতে পারল না বিজেপি। ছত্তিসগড় বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। এখানে গত ১৫ বছর ধরে শাসন করছে বিজেপি। সেই বিজেপিকে এবার কার্যত মুছে দিল হাত। মঙ্গলবার সকালে ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই ট্রেন্ড পরিস্কার হতে শুরু করে। তুফানি গতিতে বিজেপিকে পিছনে ফেলে বাড়তে থাকে কংগ্রেসের এগিয়ে থাকার ছবি। সেই ছবি যত দিন গড়িয়েছে ততই পরিস্কার করে দিয়েছে ছত্তিসগড়ের ভবিষ্যৎ। রমন সিং সরকারের ভবিষ্যৎ। এদিন বিজেপির রমন সিং সরকারের অধিকাংশ মন্ত্রী হেরেছেন।

ছত্তিসগড়ে মোট আসন ৯০টি। তারমধ্যে কংগ্রেস দুপুর থেকে ৬০-এর ওপর ঘোরাফেরা করেছে। কিন্তু ম্যাজিক ফিগার ৪৫ তারা টপকে যায় অনেক আগেই। ফলে ছত্তিসগড়ে বিজেপি যে ধরাশায়ী তা অনেক আগেই পরিস্কার হয়ে যায়। ছত্তিসগড়ে যেখানে গত বিধানসভা নির্বাচনে বিজেপির দখলে ছিল ৪৯টি আসন। সেখানে এবার তা ১৩-১৪-এ নেমে যায়। বোঝাই যাচ্ছে বিজেপি সরকারের প্রতি কতটা বিরক্ত ছিলেন সেখানকার সাধারণ মানুষ।


অন্যদিকে গতবার নির্বাচনে ছত্তিসগড়ে কংগ্রেসের ঝুলিতে ছিল ৩৯টি আসন। এবার তা অনেকটাই বেড়েছে। ছত্তিসগড় যে কংগ্রেস জিততে চলেছে তা এদিন শুরু থেকই বোঝা যাচ্ছিল। ফলে সেখানে ভোটের ফলাফল বার হওয়ার আগেই আনন্দ উৎসব শুরু করে দেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। ওড়ে আবির, বাজে বাদ্য, বিলি হয় মিষ্টি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button