হাতির দলের সঙ্গে একসঙ্গেই আসছিল ছোট্ট হাতিটা। কিন্তু বড়দের থেকে কখন যেন সে আলাদা হয়ে যায়। ছোট্ট হাতিটার কিছুই জানা নেই। কিছুটা এগোতেই তার সামনে পড়ে একটি কুয়ো। টাল সামলাতে না পেরে কুয়োর মধ্যেই উল্টে পড়ে হাতিটি। ৩০ ফুট গভীরে গিয়ে পড়ে সে। এদিকে দলের ছোট্ট সদস্যকে পেতে এগিয়ে আসে হাতির দল। গ্রামবাসীরা বুঝতে পারেন হাতিটিকে উদ্ধার করতে গেলে এই হাতির দলকে এখান থেকে সরানো দরকার। তাঁরা মশাল নিয়ে তাড়া করে হাতির দলকে জঙ্গলে পাঠিয়ে দেন। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রামগড় জেলায়।
এদিকে ছোট্ট হাতিটিকে উদ্ধার করার জন্য বনকর্মীরা জেসিবি মেশিন নিয়ে আসেন। সেটি দিয়ে কুয়োটা কেটে ফেলা হয়। তারপর আস্তে আস্তে তুলে আনা হয় ছোট্ট হাতিটিকে। উপরে এসে অবশ্য কোনও দিকে তাকায়নি সে। এক ছুটে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে বাচ্চা হাতিটি। সেই দিকে, যেদিকে হাতির দলটা গিয়েছিল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)