National

বিজেপিকে রুখতে কংগ্রেসকে সপা, বসপা-র খোলাখুলি সমর্থন

রাজস্থানে মোট আসন ছিল ১৯৯টি। ম্যাজিক ফিগার ছিল ১০০। কংগ্রেস জিতেছে ওই ১০০ আসনই। সেখানে তাই সরকার গড়ার জন্য প্রয়োজনীয় বিধায়ক তাদের হাতে রয়েছে। তবু যদি কংগ্রেস মনে করে যে তাদের দরকার রয়েছে সরকার গড়ার ক্ষেত্রে তাহলে রাজস্থানে কংগ্রেসকে সমর্থন দেবে তাঁর দল বসপা। এদিন দিল্লিতে একথা জানিয়ে দিয়েছেন বসপা নেত্রী মায়াবতী। তিনি জানিয়েছেন, কংগ্রেসের মতাদর্শের সঙ্গে তিনি সহমত না হলেও বিজেপিকে রুখতে কংগ্রেসকে সমর্থন দেবেন তিনি। মধ্যপ্রদেশেও কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেন তিনি।

মধ্যপ্রদেশে এবার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যদিও দিনের শেষে ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার থেকে সামান্য দূরে থেমেছে কংগ্রেসের বিজয় রথ। খুব একটা পিছিয়ে নেই বিজেপিও। কংগ্রেস জিতেছে ১১৪টি আসন। বিজেপি ১০৯টি। কিন্তু কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে বসপা। ফলে তাদের ২টি আসন কংগ্রেসের সঙ্গে রয়েছে। তাতেই ম্যাজিক ফিগার হয়ে যাচ্ছে। তারমধ্যে আবার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ঘোষণা করেছেন তাঁরাও মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন জানাচ্ছেন। তাঁদের ১ জন বিধায়ক কংগ্রেসকে সমর্থন দেবে। তবে শর্ত একটাই, ক্ষমতায় আসার পরই কংগ্রেসকে কৃষকদের ঋণ মকুব করে দিতে হবে। এরফলে কংগ্রেস পেল ১১৭ জন বিধায়কের সমর্থন। তার ওপর আবার ৪ নির্দল বিধায়কও কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন বলে দাবি করেছে খোদ মধ্যপ্রদেশ কংগ্রেস। ফলে সংখ্যা দাঁড়াল ১২১। যা সরকার গড়ার জন্য যথেষ্ট।


এখন প্রশ্ন একটাই। কে হবেন রাজস্থান ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। দাবিদার বেশ কয়েকজন। তবে কংগ্রেস ২ জায়গাতেই জানিয়েছে কংগ্রেস সুপ্রিমো যাঁকে বেছে নেবেন তিনিই হবেন মুখ্যমন্ত্রী। কিন্তু সকলে একসঙ্গে কাজ করবেন। এখন বল কংগ্রেস হাইকমান্ডের কোর্টে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button