দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাইক্লোনে রূপান্তরিত হয়ে ধেয়ে আসবে স্থলভূমির দিকে। আগামী ১৭ ডিসেম্বর বিকেলের দিকে সেটি অন্ধ্রপ্রদেশের ওঙ্গোল ও কাকিনাড়ার মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে। তার জেরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশে। তারসঙ্গে ওড়িশাতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন।
১৭ ডিসেম্বর ওড়িশার ৬টি জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১৮ তারিখেও কিছু জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে যেতে মানা করেছে মৌসম ভবন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)