গত বছর নভেম্বরে বিয়ে হয় হরিয়ানার রোহতাকের মেয়ে গরিমা চৌধুরির সঙ্গে দিল্লির সাকেত এলাকার বাসিন্দা তেজবীর চৌধুরির। গরিমা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, তিনি বাপের বাড়িতে ছিলেন। শ্বশুরবাড়িতে ফিরছিলেন মাকে সঙ্গে করে। রোহতাক থেকে সাকেত পৌঁছনোর পর যখন তিনি শ্বশুরবাড়িতে প্রবেশ করতে যান তখনই তাঁর ওপর হামলা হয়। জনা ২০ মহিলা বাউন্সার তাঁকে টানতে টানতে বাড়ির দরজার কাছ থেকে বাইরে বার করে দেয়। গরিমার অভিযোগ এ সময়ে তাঁর মা বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। মারধরের শিকার হয়েছেন তিনি নিজেও।
গরিমার আরও অভিযোগ, পুরো ঘটনা ঘটেছে তাঁর শাশুড়ি সুনিতা চৌধুরির নির্দেশে। শাশুড়ি তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছেন বলে পুলিশের কাছে জানিয়েছেন গরিমা। তাঁর দাবি, বিয়ের পর থেকেই তাঁকে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতে দিতে চাননি তাঁর শাশুড়ি। এদিনের ঘটনায় তাঁর স্বামীও পরোক্ষে জড়িত বলে অভিযোগ করেছেন গরিমা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)