কনকনে ঠান্ডায় কাঁপছে শ্রীনগর। এই মরসুমের শীতলতম দিনে শ্রীনগরের পারদ নামল মাইনাস ৫ দশমিক ৬ ডিগ্রিতে। তুষারপাতের জেরে শ্রীনগরের জনজীবন ব্যাহত। ঠান্ডার জেরে অধিকাংশ মানুষ গৃহবন্দি। পর্যটকদের আদি অনন্ত আকর্ষণ ডাল লেকের অনেক অংশই পুরু বরফের চাদরে ঢেকেছে। নৌকা বিহারের উপায় নেই। শহরেও অনেক জায়গায় বরফ পড়ে আছে। সমস্যায় পড়েছেন শ্রীনগরের বাসিন্দারা। জল গেছে বরফ হয়ে। ফলে নল দিয়ে জল পড়ছে না। নলের কাছে আগুন জ্বালিয়ে নলের বরফকে ফের জলে রূপান্তরিত করার চেষ্টা করছেন তাঁরা। এভাবে জল সংগ্রহ করতে রীতিমত সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। অন্যদিকে জম্মু কাশ্মীরের লেহ শহরে সবচেয়ে নিচে নেমেছে পারদ। লেহ-র তাপমাত্রা নেমেছে মাইনাস ১৫ দশমিক ৬ ডিগ্রিতে।
গোটা উত্তর ভারত জুড়েই পারদ নিম্নমুখী। পারদ নেমেছে রাজধানী দিল্লিতেও। দিল্লিতে এদিন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি। রয়েছে প্রবল কুয়াশা। এদিকে দিল্লির দূষণ কিন্তু খারাপ অবস্থা বজায় রেখেছে। এদিনও প্রবল ঠান্ডা ছাড়াও বায়ুদূষণ ভয়ংকর মাত্রা ধরে রেখেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)