ভোটের আগে কংগ্রেস আশ্বাস দিয়েছিল ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুবের মত সিদ্ধান্ত তারা ১০ দিনের মধ্যে নেবে। কিন্তু সে কাজ করতে ১০ ঘণ্টাও নিলেন না মধ্যপ্রদেশের কুর্সিতে সদ্য বসা কমল নাথ। সোমবার দুপুরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ কংগ্রেসের তাবড় নেতৃত্বের সামনে মধ্যপ্রদেশের অষ্টাদশ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ।
শপথ গ্রহণের পরই সোজা তিনি সচিবালয়ে হাজির হন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবুজ সংকেত দেন তিনি। যারমধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল রাজ্যের কৃষকদের ২ লক্ষ টাকা স্বল্পকালীন কৃষি ঋণ মকুব। ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত যাঁদের ঋণের অঙ্ক বকেয়া পড়েছিল, সেসব কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব করে দেন তিনি। যা রাজ্যের কৃষি দফতরের সচিবের সাক্ষর সহ আদেশ হিসাবে জারি হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)