শেষ ৭ দিনে ৫ জনকে পিষে মারল হাতির পাল। ২২টি হাতির পাল ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় ঢুকে গত ১ সপ্তাহ ধরে তাণ্ডব চালাচ্ছে। তছনছ করছে এলাকা। অনেক গ্রামের মানুষই নিজেরা দল গড়ে পাল্টা হাতির পালকে তাড়া করে গ্রাম ছাড়া করার চেষ্টা করছেন। আর তাতেই কখনও হাতির পালের কোপে পড়ে মৃত্যু হচ্ছে গ্রামবাসীদের। গত সোমবার আমানুয়াল হেমব্রম নামে খাসা গ্রামের এক বাসিন্দাও একইভাবে গ্রামের অন্যদের সঙ্গে ওই হাতির পালটিকে তাড়ানোর চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু কোনওভাবে হাতির পালের সামনে পড়ে যান তিনি। হাতির পাল তাঁকে তাড়া করে পিষে মারে।
এই ঘটনার পরই উত্তেজিত জনতা পাকুড়ের কাছে জাতীয় সড়ক অবরোধ করেন। হাতির পালের কবলে পড়ে মৃতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ ও হাতির পাল থেকে তাদের রক্ষার বন্দোবস্তের দাবি জানাতে থাকেন তাঁরা। প্রসঙ্গত ২০০০ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে হাতির হানায় ৭০০ জন প্রাণ হারিয়েছেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)