এমনিতেই গির অরণ্যে সিংহ মৃত্যু বেড়ে চলায় চিন্তায় রয়েছেন বন দফতরের আধিকারিকরা। হালফিল গির অরণ্যের একটি বিশেষ এলাকায় ২৩টি সিংহের অস্বাভাবিক মৃত্যু নিয়ে রীতিমত শোরগোল পড়ে গেছে। তারমধ্যে গত মঙ্গলবার প্রবল গতির মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে আরও ৩ সিংহের। ভোরবেলা এই ঘটনাটি ঘটে। দক্ষিণ গির জঙ্গলের আমরেলির সাভরকুঞ্জা রেঞ্জের বোতাদ এলাকার দিকে ছুটে যাচ্ছিল মালগাড়িটি। সেই সময়ে লাইনে পড়ে যায় ২টি সিংহ ও ১ সিংহী। ৩টি সিংহকে ধাক্কা মেরে এগিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ঠিক বারোলা গ্রামের কাছে।
বন দফতর জানাচ্ছে ৬টি সিংহ রেললাইন ধরে যাচ্ছিল। সে সময়ে মালগাড়িটি এসে পড়ে। ৩টি সিংহ গাড়ির সামনে পড়ে যায়। ইতিমধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাটের বন দফতর।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)