কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারে এতদিন অন্যতম শরিক দল হিসাবে থাকার পর এনডিএ ছেড়েছে রাষ্ট্রীয় লোক সমতা পার্টি। দলের নেতা উপেন্দ্র কুশওয়াহা মন্ত্রী পদ ছেড়ে এনডিএ থেকে সরে আসেন কিছুদিন আগে। এরপর থেকেই তিনি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এবার সেই যোগাযোগ রক্ষার কারণটা পরিস্কার হল। বৃহস্পতিবার কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন উপেন্দ্র কুশওয়াহা ও তাঁর পার্টি। বিহারে নীতীশ কুমার ও বিজেপি গাঁটছড়ার বিরুদ্ধে গড়ে ওঠা কংগ্রেস নেতৃত্বাধীন গ্র্যান্ড অ্যালায়েন্সেও শরিক হয়েছে রাষ্ট্রীয় লোক সমতা পার্টি।
এদিকে বিহার থেকে রাষ্ট্রীয় লোক সমতা পার্টি সরে যাওয়ার পর এবার সেই দিকেই পা বাড়িয়েছে রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। ইতিমধ্যেই ২০১৯ লোকসভায় বিহারে আসন বণ্টন নিয়ে তাদের ক্ষোভের কথা বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করে জানিয়ে এসেছেন রামবিলাস পাসোয়ান ও তাঁর ছেলে চিরাগ পাসোয়ান। আগামী দিনে লোক জনশক্তিও বিজেপির সঙ্গ ত্যাগ করলে তা ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ফের একটা বড় ধাক্কা হতে চলেছে বিজেপির জন্য।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)