বহু পর্যটকই বড়দিনের সময়ে হাজির হন হিমাচল প্রদেশে। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই সেখানে মেতে ওঠেন বড়দিনের খুশিতে। আর সেই খুশির একটা বড় কারণ হয় তুষারপাত। তুষারপাতের মধ্যে সাদা বরফের ওপর বড়দিন কাটানোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে পরিবার নিয়ে হিমাচল প্রদেশের বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভিড় জমান মানুষজন। কিন্তু এবার হয়তো তাঁদের সেই তুষারশুভ্র বড়দিনের থেকে বঞ্চিত হতে হবে। কারণ হাওয়া অফিস জানিয়েছে এখন সামনের বেশ কদিন হিমাচলে শুকনো আবহাওয়া বিরাজ করবে। কোনও তুষারপাতের পূর্বাভাস নেই। ফলে বড়দিনের সময় তুষারপাতের থেকে বঞ্চিতই থাকতে হবে পর্যটকদের।
হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমীঝঞ্ঝা নেই। ফলে হিমাচল প্রদেশ জুড়েই সামনের ৮ থেকে ১০ দিন ঝলমলে রোদ থাকবে। তবে এবার হিমাচল প্রদেশে প্রবল ঠান্ডা। সিমলা, কুলু, মানালি, ডালহৌসি, চাম্বা, কাসৌলির মত জায়গাগুলিতে পারদ উল্লেখযোগ্যভাবে পড়েছে। রাতে সিমলার তাপমাত্রা থাকছে ৫.৫ ডিগ্রি, কালপাতে মাইনাস ৩.৪, মানালিতে মাইনাস ১.৪ ডিগ্রি। যদিও ইতিমধ্যেই হিমাচল প্রদেশের বিভিন্ন পর্যটন শহরগুলিতে পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে। সেখানে বরফ না পড়লেও সেখান থেকে ঝলমলে দিনে আশপাশের পাহাড়গুলিকে সাদা বরফে ঢাকা অবস্থায় দেখার সুযোগ পাচ্ছেন তাঁরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)