স্কুল থেকে বৃহস্পতিবার বাড়ি ফিরছিল ৬ বছরের প্রিয়াংশ। সঙ্গে ছিল দাদা দেবাংশ। তার বয়স ৮ বছর। সেই সময় রাস্তায় তাদের অপহরণ করা হয়। পরে তাদের ব্যবসায়ী বাবার কাছে ফোন করে মুক্তিপণ বাবদ ৫০ লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশ জানার পর খবরাখবর নিয়ে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলায় অপহরণকারীদের ডেরা ঘিরে ফেলে পুলিশ। পুলিশ ঘিরে ফেলার বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পাল্টা পুলিশও গুলি চালায়। গুলির লড়াই শুরু হয়। পরে ৪ অপহরণকারীকে ধরে ফেলে পুলিশ।
অপহরণকারীদের ডেরায় ঢুকে একটি ঘর থেকে উদ্ধার হয় প্রিয়াংশের নিথর দেহ। তার দাদা দেবাংশকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। পরে দেবাংশকে দেখতে হাসপাতালে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রিয়াংশের জন্য তার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে দেবাংশের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা তার পরিবারকে দিচ্ছে সরকার।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)