উত্তরাখণ্ডে কাজ করতে গিয়েছিলেন জম্মু কাশ্মীরের বারামুলা জেলার উরি-র বাসিন্দা ৬ শ্রমিক। চারধাম এলাকায় কাজ করছিলেন তাঁরা। সেই সময়ে পাহাড়ি ধসের কবলে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল। শ্রমিকদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
উত্তরাখণ্ড সরকারের সঙ্গে কথা বলে দ্রুত মৃত শ্রমিকদের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করেছেন রাজ্যপাল। এছাড়া আহত শ্রমিকদের চিকিৎসার জন্য যাবতীয় বন্দোবস্তের জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)